Alexa
বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

সেকশন

epaper
 

গ্রীসে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু, দেশে দাফন সম্পন্ন

আপডেট : ০৬ আগস্ট ২০২২, ২১:০২

গ্রীস থেকে ইতালি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত কওছর উদ্দিন। ছবি: সংগৃহীত গ্রীস থেকে ইতালি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত কওছর উদ্দিনের (৩৫) মরদেহ দেশে এসেছে। নিহত যুবক সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা। গত ২১ জুলাই গ্রীসের অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। 

আজ শনিবার সকালে তাঁর নিজ বাড়িতে মরদেহ এসে পৌঁছায়। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধুরা। পরে দুপুর ২টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। 

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের রমজান উল্যাহ ও সায়েদুন নেছা দম্পতির বড় ছেলে কওছর উদ্দিন ২০১৯ সালে বাংলাদেশ থেকে গ্রীসে যান। সেখান থেকে দালালদের সহযোগিতায় ইতালির উদ্দেশ্যে রওনা হয়ে গত ২১ জুলাই গ্রিসের অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনার কবলে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) বিশ্বজিৎ কুমার পালের সঙ্গে যোগাযোগ করলে তিনি মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করেন। 

নিহত কওছর উদ্দিনের ভাই সোহেল মিয়া জানান, আট ভাই এক বোনের মধ্যে কওছর সবার বড় ছিলেন। তিনি রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। উন্নত জীবনযাপন ও পরিবারের সচ্ছলতা আনতে গ্রীস থেকে দালালদের মাধ্যমে গাড়ি যোগে ইতালির উদ্দেশ্যে রওনা হন। পথে গ্রীসের অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। 

রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য কাওসার আহমেদ জানান, মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান হিসেবে পরিবারের আর্থিক সচ্ছলতা আনতে প্রবাসে পাড়ি দেন কওছর। ইতালি যাওয়ার জন্য রওনা হয়ে সড়ক দুর্ঘটনায় সব স্বপ্ন শেষ হয়ে যায় তার। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  পঠিতসর্বশেষ

  এলাকার খবর

   
   

  প্রথম চাকরিতে যোগ দিতে যাওয়ার পথেই প্রাণ গেল যুবকের

  নির্ধারিত বরাদ্দ শেষ, সিলেটের ৩ পাম্পে মিলছে না গ্যাস

  বোদায় নৌকাডুবি: তৃতীয় দিনে ৬৮ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪

  কিশোরগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১ 

  বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত 

  বুধবার দেশে আসছেন মাউন্ট এভারেস্ট বিজয়ী আকি রহমান

  ঈশ্বরদী ইপিজেডে চীনা কোম্পানির ১২০ লাখ ডলার বিনিয়োগ

  চাঁদাবাজির অভিযোগের পর রমেকের ১৬ কর্মচারীকে বদলি

  ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতরা কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের বাসায়

  এসএসসি পরীক্ষার্থীর শ্রুতলেখক অনার্সের শিক্ষার্থী, পরীক্ষার্থীকে বহিষ্কার

  ৮০০ এজেন্ট ব্যাংকিং আউটলেট চালুর মাইলফলক অর্জন করল ব্র্যাক ব্যাংক

  প্রথম চাকরিতে যোগ দিতে যাওয়ার পথেই প্রাণ গেল যুবকের