Alexa
বৃহস্পতিবার, ০৭ জুলাই ২০২২

সেকশন

epaper
 

গাজায় ইসরায়েলের বোমা হামলা

আপডেট : ২৪ আগস্ট ২০২১, ০৯:১৬

গাজায় ইসরায়েলের বোমা হামলা। ছবি: এএফপি ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। গাজায় হামলা চালানোর কারণ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আগ্নেয় বেলুন ওড়ানোর জবাবে এ হামলা চালানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে আজ মঙ্গলবার (২৪ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইসরায়েলি বাহিনী বিবৃতিতে জানিয়েছে, খান ইউনুস শহরে হামাসের একটি অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং রকেট ছোড়ার স্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। 

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, সোমবার (২৩ আগস্ট) আগ্নেয় বেলুনের ওড়ানোর কারণে গাজা সীমান্তবর্তী মাঠে আগুন ধরেছে। ফিলিস্তিনিদের দাবি, গাজায় আরোপিত অবরোধ শিথিলের জন্য চাপ প্রয়োগ করতেই আগ্নেয় বেলুন ওড়ানো হয়। 

এর আগে গত শনিবার (২১ আগস্ট) ৫২ বছর আগে আল-আকসা মসজিদ আগুনে পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে এক বিক্ষোভে অংশ নেয় শত শত ফিলিস্তিনি। সেই বিক্ষোভে গুলি চালায় ইসরায়েলি বাহিনী। এতে শিশুসহ আহত হয় ৪১ জন। আহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক শিশু রয়েছে। বিক্ষোভে গুলি চালানোর কয়েক ঘণ্টা পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালায় ইসরায়েল। 

আল জাজিরার ইউমনা আল-সাঈদ বলেন, আহতদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশু রয়েছে। দুজনের অবস্থা আশঙ্কাজনক।   

উল্লেখ্য, গত মাসে ইসরায়েল-হামাসের ১১ দিনের সংঘাতে প্রাণ হারিয়েছিলেন ২৬০ ফিলিস্তিনি। এর মধ্যে ৬৭ জন শিশু ছিল। এছাড়াও সে সময় নিহত হয় ১৩ ইসরায়েলি। ২১ মে ঘোষণা আসে যুদ্ধ বিরতির। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  হিজবুল্লাহর ৩টি ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের

  সিরিয়ার গৃহযুদ্ধে ১০ বছরে নিহত ৩ লাখ বেসামরিক নাগরিক 

  ইসরায়েলের ১৪তম প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ

  আগামী নির্বাচনে লড়বেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট

  অনুমোদন ছাড়া হজ করলে ১০ হাজার রিয়াল জরিমানা

  ইরাকের গ্যাস কমপ্লেক্সে ৭২ ঘণ্টার মধ্যে তিনবার হামলা

  বিএম ডিপো থেকে পণ্যভর্তি অক্ষত কনটেইনার সরানো শুরু

  পতেঙ্গা কনটেইনার টার্মিনাল চালু হচ্ছে এ মাসেই

  কিশোরী নেতৃত্ব এবং কর্মশালাবিষয়ক সেমিনার

  পুলিশের গুলিতে নিহত জেল্যান্ড ওয়াকারের মরদেহে পরানো হয়েছিল হাতকড়া

  পাবনায় স্বামীর বিরুদ্ধে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ

  সিলেটে ব্লগার অনন্ত হত্যা: বেঙ্গালুরুতে গ্রেপ্তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফয়সাল