ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে পেতে মোটা অঙ্কের লোভনীয় প্রস্তাব দিয়েছিল সৌদি আরবের একটি ক্লাব। ২ হাজার ৮০০ কোটি টাকার সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
নাম প্রকাশ না হওয়া ক্লাবটির প্রস্তাব গ্রহণ করলে ম্যানচেস্টার ইউনাইটেড ট্রান্সফার ফি বাবদ রোনালদো পেতেন ৩০ মিলিয়ন পাউন্ড। একই সঙ্গে দুই বছরে বেতন হিসেবে রোনালদো পেতেন ২৭৫ মিলিয়ন ইউরো। টাকের অঙ্কে যা দাঁড়ায় প্রায় ২ হাজার ৮০০ কোটি। এই প্রস্তাবে রাজি হলে লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেদের পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার হতেন রোনালদো।। কিন্তু রোনালদো সে পথে হাঁটেননি।
চ্যাম্পিয়নস লিগ খেলার আশায় ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে না চাওয়ার কথা আগেই জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানইউ কোচ এরিক টেন হাগ অবশ্য বলেছেন, রোনালদো বিক্রির জন্য নয়। এর মধ্যেই পর্তুগিজ মহাতারকা সৌদি ক্লাবের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিলেন।
এদিকে রোনালদোর সবুজ সংকেত পেয়েই তাঁর জন্য নতুন ক্লাব খোঁজা শুরু করে দেন হোর্হে মেন্দেস। মিনো রাইওলার মৃত্যুর পর ‘নতুন সুপার এজেন্ট’ তকমা পাওয়া মেন্দেস সর্বশেষ প্রস্তাব নিয়ে গিয়েছিলেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। কিন্তু তাঁর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। পিএসজিই রোনালদোকে ‘না’ বলে দেওয়া প্রথম ক্লাব নয়; এর আগে বায়ার্ন মিউনিখ, চেলসিও রোনালদোর প্রস্তাব নাকচ করে দিয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে