ঢাকা: ভারতের দিল্লিতে অক্সিজেনের সঙ্কট তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ কোভিড রোগীর মৃত্যু হয়েছে। আজ শনিবার হাসপাতালটির শীর্ষ কর্মকর্তাদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালের স্বাস্থ্য পরিচালক ড. ডি কে বালুজা এনডিটভিকে বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের জন্য সাড়ে তিন টন অক্সিজেন বরাদ্দ ছিল। বেলা ৫টার দিকে এই অক্সিজেন আমাদের সরবরাহ করার কথা ছিল। কিন্তু আসতে মধ্যরাত হয়ে যায়। এর মধ্যে ২৫ রোগীর মৃত্যু হয়।
বালুজা জানান, তাঁর হাসপাতালে কমপক্ষে ২১৫ জন মুমূর্ষু করোনা রোগী রয়েছেন যাদের অক্সিজেন খুব প্রয়োজন।
এদিকে দিল্লির মুলচান্দ হাসপাতালও একটি টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের কাছে অক্সিজেনের জন্য সাহায্য চেয়েছেন। হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয়, কমপক্ষে ১৩০ জন কোভিড রোগী সেখানে লাইফসাপোর্টে রয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ কোভিড রোগীর মৃত্যু হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে