গাজীপুরের শিববাড়ী এলাকায় ভাড়া নিয়ে কথা-কাটাকাটির জেরে মো. সায়েম (২০) নামে এক যাত্রীকে বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত সায়েম ময়মনসিংহের নান্দাইল থানার আওলাপাড়া এলাকার আবু ছাইদের ছেলে।
পুলিশ জানায়, আজ সকালে তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহানগরীর জয়দেবপর থেকে চান্দনা চৌরাস্তায় আসার পথে শিববাড়ী এলাকায় পৌঁছালে কনট্রাক্টরের সঙ্গে ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কনট্রাক্টর ও হেলপার মিলে সায়েমকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় ওই বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পরপরই বাসের চালক সফিকুল ইসলাক ও হেলপার হিরা মিয়াকে স্থানীয়রা আটক করে পুলিশে দেয়। তবে কনট্রাকটর পালিয়ে যান।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তার তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে