৪০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের জন্য ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বনানী শাখার ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে বিএনএস গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান এম এন এইচ বুলু বাদী হয়ে এ মামলা করেন।
শুনানি শেষে বিচারক মামলাটি গ্রহণ করে আগামী ২ আগস্ট বিবাদীদের হাজির হওয়ার জন্য সমন জারি করেন। বাদীপক্ষের আইনজীবী শিমুল চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেন।
মামলার আরজিতে বলা হয়, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বনানী শাখা কতিপয় স্বার্থান্বেষী মহলের ইন্ধনে ও কুপরামর্শে ২০১৫ সালের ৪ মার্চ মিথ্যা বর্ণনা দিয়ে বাদীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। উক্ত মামলায় আসামিরা বাদীকে আমির ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের নমিনি হিসেবে উল্লেখ করে।
বাদী বিষয়টি জানতে পেরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংককে ফোনের মাধ্যমে জোরালো অভিযোগ করে বলেন, ‘আমি উক্ত অ্যাকাউন্টের কোনো নমিনি নই। কোনো নমিনি ফরমে আমি স্বাক্ষর করি নাই এবং উক্ত অ্যাকাউন্ট খোলাসহ উহার কোনো কার্যক্রমে আমার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রকার সম্পৃক্ততা নাই।’ পরবর্তী সময়ে বাদী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে উক্ত মামলার দায় থেকে অব্যাহতি পান।
এরপর ওই মিথ্যা মামলার সূত্র ধরে সিআইডি বাদীর বিরুদ্ধে পুনরায় বনানী থানায় আরেকটি মামলা করে।
এ মামলায় অভিযোগ করা হয়, আমির ফুড নামের হিসাব থেকে ১২ লাখ টাকা বাদীর হিসাবে জমা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে ওই দিন আমির ফুড নামের হিসাব থেকে বাদীর অ্যাকাউন্টে কোনো টাকা স্থানান্তর হয়নি। ওই মামলায় বাদী দীর্ঘ চার মাস কারাভোগের পর জামিন পান। তখন বাদী শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তা ছাড়া এ ঘটনায় বাদীর হার্ট অ্যাটাক হয় এবং তাঁর ফ্যাক্টরির জন্য কাঁচামাল আমদানি করতে না পাড়ায় ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়; যার কারণে বাদীর ব্যাংকিং করপোরেট ও ব্যবসায়িক সুনাম ব্যাপকভাবে ক্ষুণ্ন হওয়ায় ৪০ কোটি টাকা ক্ষতি হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে