Alexa
বৃহস্পতিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৩

সেকশন

epaper
 

বাংলাসহ ১৪ ভাষায় প্রচারিত হবে হজের খুতবা

আপডেট : ০৪ জুলাই ২০২২, ২১:৩৩

 আগামী ৮ জুলাই হাজিরা আরাফাত ময়দানে অবস্থান করবেন। এ দিন ময়দানের মসজিদে নামিরা থেকে বাংলাদেশ সময় বিকাল ৩টায় হজের খুতবা দেওয়া হবে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া ১০ লাখ হাজিসহ সারা বিশ্বের মুসলমানদের উদ্দেশ্য এ ভাষণ বাংলাসহ ১৪ ভাষায় সরাসরি প্রচার করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিভিন্ন ভাষাভাষী ২০ কোটি মানুষ অনূদিত খুতবা শুনবেন বলে আশা করছেন কর্মকর্তারা। 

আরব নিউজের খবরে জানা যায়, সৌদির মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের সেবার মান উন্নয়নে আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি বিভাগের প্রধান শাইখ আবদুর রহমান আল-সুদাইস বলেন, ‘ব্যাপক কর্মসূচির অংশ হিসেবে এই বছর ১৪টি ভাষায় খুতবা অনুবাদের প্রস্তুতি নেওয়া হয়েছে।’ 

তিনি আরও জানান, ‘এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীরা নিজ দেশের ভাষায় খুতবা শোনার সুযোগ পাবেন। ইসলামের সম্মানিত স্থানগুলোতে নিজের ভাষায় গুরুত্বপূর্ণ সেবা ও নির্দেশনা পাওয়া একজন বিদেশির জন্য সত্যিই অন্যরকম অনুভূতি তৈরি করবে।’ 

সূত্র জানায়, গত বছর ১০ ভাষায় আরাফাতের খুতবা অনূদিত হয়েছিল। এ বছর আরও ৪টি ভাষা যুক্ত হলো। ভাষাগুলো হলো ইংরেজি, ফ্রেঞ্চ, মালাই, উর্দু, ফারসি, রুশ, চায়নিজ, তার্কিশ, বাংলা, হাউসা, স্প্যানিশ, হিন্দি, সোয়াহিলি ও তামিল। 

গত বছরের মতো এবারও ‘মানারাত আল-হারামাইন’ ওয়েবসাইটের পাশাপাশি ‘আলকোরআন’ ও ‘আলসুন্নাহ’ চ্যানেলে তা সরাসরি সম্প্রচার করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইউটিউব ও টুইটারেও তা লাইভ শোনা যাবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  এবার হজে থাকছে না সংখ্যার সীমা 

  ইন্দোনেশিয়ায় বিয়ে ছাড়া যৌন সম্পর্ক অবৈধ, সর্বোচ্চ সাজা ১ বছর 

  ভারতে ধর্মীয় ইস্যুতে ক্লাসে শিক্ষক–ছাত্রের তর্কের ভিডিও ভাইরাল

  ‘মিয়া মিউজিয়াম’: মুসলিম জাদুঘর নিয়ে আসামে বিতর্ক

  মুসলিম বিভাজনের রাজনীতিতে ভারতের কট্টর হিন্দুত্ববাদীরা 

  প্রভাবশালী ইসলামি চিন্তক ইউসুফ আল-কারজাভি আর নেই

  রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী হাওয়া

  যারা আমাকে ভোট দিয়েছেন তাঁদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব: উকিল আব্দুস সাত্তার

  ভোটের ফল পাল্টে দিয়েছে, আদালতে যাব: হিরো আলম

  স্ত্রীর পরিকল্পনায় স্বামীকে হত্যাচেষ্টায় সাবেক দুই প্রেমিক

  নতুন ব্র্যান্ড ফিলোসফি উন্মোচন করল ফুডপ্যান্ডা

  নেশা করতে বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে হত্যা: আদালতে স্বীকারোক্তি