Alexa
শুক্রবার, ১৯ আগস্ট ২০২২

সেকশন

epaper
 

আস্থা ভোটে সহজেই উতরে গেলেন একনাথ সিন্ধে

আপডেট : ০৪ জুলাই ২০২২, ১৬:২২

আস্থা ভোটে জিতে গেছেন একনাথ সিন্ধে। ছবি: টুইটার ভারতের মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে আজ সোমবার বিধানসভায় তাঁর সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছেন। গত দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে বড় চমক দিয়ে আজ সোমবার আস্থা ভোটে বিপুল ভোটে জিতে গেছেন তিনি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আস্থা ভোটে একনাথ সিন্ধের দল ১৬৪ ভোট পেয়েছে। বিপরীতে বিরোধী দল পেয়েছে ৯৯ ভোট। তবে গতকালের স্পিকার নির্বাচনে বিরোধী দল পেয়েছিল ১০৭ ভোট। সেই নির্বাচনে বিজেপির রাহুল নারওয়েকার স্পিকার নির্বাচিত হয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, আজকের ভোটে কংগ্রেসের বিজয় ওয়াদেত্তিওয়ার, জিশান সিদ্দিকী ও ধীরাজ দেশমুখকে দেখা যায়নি। আর ভোটের পরে পৌঁছেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান। এ ছাড়া অনুপস্থিত ছিলেন এনসিপির সংগ্রাম জগতাপও। অন্যদিকে সমাজবাদী পার্টির আবু আজমি ও রইস শেখ এবং অল ইন্ডিয়া মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) শাহ ফারুখ আনোয়ার ভোটদানে বিরত ছিলেন।

গত ২০ জুন উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে একনাথ সিন্ধের নেতৃত্বে ক্ষমতাসীন বিজেপির বিধায়কদের বড় একটি অংশ। ফলে বিধান সভায় সংখ্যাগরিষ্ঠতা হারান তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। পরে তিনি পদত্যাগ করলে ৩০ জুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একনাথ সিন্ধে। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে আদালত জানান, আস্থা ভোটের পর ১১ জুলাই এ বিষয়ে চূড়ান্ত আদেশ দেওয়া হবে।

আজ সোমবার আস্থা ভোট অনুষ্ঠিত হলো এবং একনাথ সিন্ধে তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেন। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  বিলকিস বানুকে ধর্ষণ করা ১১ জনই ‘ব্রাহ্মণ–ব্যবহার ভালো’: বিজেপি নেতা

  মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের পক্ষে জয়শঙ্করের সাফাই

  তরুণদের মদ্যপানে উৎসাহ দিচ্ছে জাপান

  কাবুলে মসজিদে বোমা বিস্ফোরণে নিহত ২০ 

  বিজেপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে রদবদল, ঠাঁই হলো না যোগী আদিত্যনাথের

  কংগ্রেসের ওপর ক্ষুব্ধ গোলাম নবী আজাদ, নতুন দায়িত্ব নিতে অস্বীকার

  লক্ষ্মীপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুবলীগ নেতাকে পেটানোর অভিযোগ

  মহানবী (সা.)-এর মানবিকতার গল্প

  বয়স নিয়ে আজব দাবি

  অথচ এই ছবিতে থাকতে পারতেন ওয়ার্ন ও সাইমন্ডস

  রাশিয়া থেকে জ্বালানি তেল কিনবে মিয়ানমার