ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হারুন অর রশিদ আহত হয়েছেন। এ সময় জুনায়েদ আহমেদ (২৮) নামের এক যুবককে ছিনতাইয়ের অভিযোগে আটক করা হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে শহরের দক্ষিণ পৈরতলা কাওয়ালীহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক জুনায়েদ দক্ষিণ পৈরতলা গ্রিনরোড এলাকার আলমগীর মিয়ার ছেলে। এ সময় মোটরসাইকেলে চড়ে পালিয়ে যান আরও দুই ছিনতাইকারী।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হোসেন রেজা জানান, দুপুরে পৈরতলা-গোকর্ণঘাট সড়কে সদর থানা–পুলিশের একটি দল দায়িত্ব পালন করছিল। দুপুরে কাওয়ালীহাটি এলাকায় মসজিদের কাছে তিন ছিনতাইকারীকে আটক করতে যান তারা। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ছিনতাইকারী মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। জুনায়েদ নামের একজনকে আটক করতে গেলে এএসআই হারুন অর রশিদকে ছুরিকাঘাত করে। পরে তাঁকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
এ পুলিশ কর্মকর্তা আরও জানান, পালিয়ে যাওয়া দুই ছিনতাইকারীকে আটক করতে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে