ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীন প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশ করা হবে।
আজ রোববার দুপুরে ‘গ’ ইউনিটের ফল প্রকাশের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামীকাল সোমবার প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।
উল্লেখ্য, আজ রোববার দুপুরে প্রকাশিত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১৪.৩০ শতাংশ শিক্ষার্থী। পরীক্ষায় প্রথম হয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী সরোয়ার হোসেন খান। তিনি মোট নম্বর পেয়েছেন ১১৬.৭৫। এককভাবে ৯৬.৭৫ নম্বর।
দ্বিতীয় হয়েছেন অনিমা পারভেজ এলমা। তিনি দাউদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তিনি মোট নম্বর পেয়েছেন ১১০। এককভাবে ৯০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে ২০ নম্বর।
তৃতীয় হয়েছেন মো. আব্দুল্লাহ খান। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী। তিনি মোট নম্বর পেয়েছেন ১০৭.৭৫। এককভাবে তিনি ৯৬.৭৫ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক মিলিয়ে পেয়েছেন ২০ নম্বর।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে