জয়পুরহাটের কালাইয়ে বাবা-মায়ের ওপর অভিমান করে রাইফা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের মান্দাই গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত রাইফা আক্তার ওই গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। সে মোসলেমগঞ্জ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
থানার পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাবা-মায়ের ওপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করে রাইফা। বিষয়টি তার মা বুঝতে পেরে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেও তার অবস্থার অবনতি হলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মায়ের ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করেছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ বিষয়ে থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে