নেত্রকোনার মোহনগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—উতিয়ারকোনা গ্রামের মো. বাচ্চু মিয়ার মেয়ে সাবিলা আক্তার (৭) ও মো. আনোয়ার হোসেনের মেয়ে মার্জিয়া আক্তার (৯)।
পরিবারের বরাত দিয়ে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, বাড়ির পাশের একটি সেতুর কাছে কয়েকজন শিশু খেলা করছিল। হঠাৎ পানিতে পড়ে যায় শিশু সাবিলা। তাকে তুলতে গিয়ে পানিতে নেমে চেষ্টা চালায় মার্জিয়া। একপর্যায়ে পানির স্রোতে তারা দুজনই তলিয়ে যায়। এই ঘটনা দেখে অন্য শিশুরা বাড়িতে খবর দেয়। প্রথমে খোঁজাখুঁজি করে না পেয়ে মাছ ধরার জাল দিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে