ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মাইকিং করে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক থেকে শেখপাড়া ও শান্তিডাঙ্গা এলাকায় মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।
পবিত্র ইদ উল আজহার ছুটি উপলক্ষে ক্যাম্পাস বন্ধ হয়ে যাওয়ায় আগামী ১৫ জুলাই পর্যন্ত আবাসিক এলাকা ব্যতীত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, যাতে বহিরাগতদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট ও মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত না হয়। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিয়মশৃঙ্খলা যাতে বজায় থাকে এ জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে