মাদারীপুর সদর উপজেলার পুরান বাজার কাজীর মোড় এলাকায় রডের চাপায় সেলিম মোল্লা (৫০) নামে এক শ্রমিক মারা গেছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম মোল্লা সদর উপজেলার মধ্যে খাগদীর মৃত রসিদ মোল্লা ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম ট্রেডার্সের রডের দোকানে কাজ করত সেলিম। হঠাৎ পা পিছলে নিচে পড়ে যাওয়ার সময় ওপরে থাকা রড মাথায় পড়লে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম বলেন, ‘রডে চাপা পড়া শ্রমিক সেলিম মোল্লাকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মারা যান।’
এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, শুনেছি রড চাপায় সেলিম মোল্লা নামে একজন শ্রমিক মারা গেছেন। ভুক্তভোগীদের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ হলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে