মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের পাঁচ্চর গোলচত্বর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৬৫) মরদেহ উদ্ধার করেছে শিবচর হাইওয়ে থানা-পুলিশ। আজ শুক্রবার ভোরে মরদেহটি সড়ক থেকে উদ্ধার করা হয়। পুলিশের ধারণা—কোনো দ্রুতগতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।
শিবচর হাইওয়ে থানা-পুলিশ বলছে, শুক্রবার সকালে স্থানীয়রা খবর দিলে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ভোরে কোনো যানবাহনের ধাক্কায় তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আ. বারী বলেন, ‘খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হচ্ছে। এখনো তাঁর পরিচয় জানা যায়নি।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে