বর্তমান সরকারকে বিদায় করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠাই এখন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর এই দায়িত্ব বিএনপিকেই নিতে হবে বলে মনে করেন তিনি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় আজ শুক্রবার তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এই অনুষ্ঠানের আয়োজন করে।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘এখন আমাদের সামনে একটি চ্যালেঞ্জ। তা হল-এই গায়ের জোরে ক্ষমতায় থাকা সরকারকে বিদায় করতে হবে, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। সেই নির্বাচনে জনগণ নিজের হাতে নিজের ভোট দেবে, মেশিনে নয়। এই দায়িত্ব বিএনপিকে নিতে হবে।’
খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে বলতে গিয়ে মোশাররফ বলেন, ‘২০১৮ সালে তাঁকে (খালেদা জিয়া) নির্জন কারাগারে রাখা হয়েছিলো। যেখানে আর কোন মানুষ ছিল না। এমন একাকীত্ব অস্বাভাবিক পরিবেশে তাঁকে রাখা হয়েছিল। যে নেত্রী পায়ে হেঁটে গাড়িতে উঠে কারাগারে গিয়েছিলেন, সম্পূর্ণ অসুস্থ অবস্থায় সাময়িক মুক্তি পান তিনি। অর্থাৎ দেশনেত্রীকে কারাগারে রেখে তিলে-তিলে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সরকার।’
বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘খালেদা জিয়া এতটাই অসুস্থ যে, তার চিকিৎসকেরা বারবার বিদেশে চিকিৎসার জন্য নিতে বলছেন। কেননা বাংলাদেশে তাঁর সেই চিকিৎসা নেই, তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো প্রয়োজন। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। আজকে বিএনপি নেতাকর্মীসহ সবার দাবি খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। সরকারের সাময়িক মুক্তির আদেশে শর্ত প্রত্যাহার করলে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিশ্চিত করা যায়। কিন্তু সরকারের উদ্দেশ্য খারাপ। বিএনপি পরিবারকে দাবিয়ে রেখে গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায় সরকার।’
দেশে চতুর্থবারের মতো করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার জন্য সরকারের অবহেলাকে দায়ী করে তিনি বলেন, কয়েক মাস আগে চীনে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলেও সরকার এ বিষয়ে কোন গুরুত্ব দেয়নি। এখানেও সরকারের ব্যর্থতা এবং অসাবধানতা।
সিলেটের বন্যা পরিস্থিতি প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘এই পানি কোথা থেকে আসছে? আমাদের পাশের দেশ (ভারত), সেখান থেকে পানি আসছে। ফারাক্কায় ৫৪টি বাধ দেওয়া রয়েছে। বর্ষাকালে যখন অতিবৃষ্টি হয়, তখন ভারত তাদের স্বার্থে সবগুলো গেট একসাথে খুলে দেয়। আর পানি বাংলাদেশে চলে আসে। অন্যদিকে বাংলাদেশে শুষ্ক মৌসুমে পানি কম থাকার কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে। হঠাৎ করে যখন পানি আসে তখন পানি যাওয়ার কোন জায়গা পায়না। এ কারণেই বাংলাদেশ এত বন্যা হচ্ছে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে