বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে পুটু মিয়া (৩৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে বজ্রপাতে মাঠে মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত পুটু মিয়া উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গোছাইল গ্রামের আয়েজ উদ্দিনের ছেলে। আজ শুক্রবার সকালে পুটু মিয়া গরু নিয়ে মাঠে চড়াতে যান। বেলা সাড়ে ১২টার দিকে বজ্রপাতে তিনি মাঠে মারা যান।
ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ পুটু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে