দেশের অন্যতম প্রযুক্তি বিপণি পণ্য প্রতিষ্ঠান স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড আয়োজিত ‘দেশের জন্য আমরা’ শীর্ষক এক ভার্চুয়াল মিটিংয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতে একটি কমিটি গঠন করতে নির্দেশ দেন স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর সম্মানিত চেয়ারম্যান ও বাংলাদেশ কম্পিউটার সমিতির সহসভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া।
সামাজিকভাবে দায়বদ্ধ করপোরেট প্রতিষ্ঠান হিসেবে, সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং দুর্যোগকবলিত মানুষদের পাশে দাঁড়াতে মিটিং পরবর্তী সর্বসম্মতিক্রমে সকল কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন বন্যা কবলিত এলাকার মানুষদের দেওয়ার ঘোষণা দেন তিনি।
মো. রাশেদ আলী ভূঁইয়া বলেন, ‘দেশের মানুষ বাঁচলে, বাঁচবে দেশ। দেশের এই বর্তমান বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা এবং আমাদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের স্বপ্রণোদিত এই উদ্যোগ নেওয়ার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। দেশের বিপর্যয়ে ‘‘স্টার টেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড’’-এর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের চলতি মাসের একদিনের বেতন অনুদান দিয়ে ভুক্তভোগী মানুষের পাশে দাঁড়াতে চায়। আমি মনে করি এই ক্ষুদ্র প্রয়াস কিছুটা হলেও বানভাসি মানুষের দুর্ভোগ লাঘব করতে সাহায্য করবে।’
অনুদান উত্তোলনের পর ২৯ জুন মানব সম্পদ বিভাগের ম্যানেজার আমিনুল করিম খানের নেতৃত্বে একটি টিম আস-সুন্নাহ ফাউন্ডেশনের কাছে অনুদানের টাকা হস্তান্তর করেছেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে