Alexa
বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২

সেকশন

epaper
 

ভারতের অধিনায়ক হতেই বুমরার ইতিহাস

আপডেট : ২৯ জুন ২০২২, ২৩:৫৩

নেটে বোলিং অনুশীলনে বুমরা। আজ এজবাস্টনে। ছবি: বিসিসিআই ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে জসপ্রীত বুমরা। শুক্রবার এজবাস্টন টেস্টে টস করতে নামলেই রেকর্ড গড়বেন তিনি। ৩৫ বছর পর টেস্টে প্রথম কোনো পেস বোলার নেতৃত্ব দেবেন ভারতকে।

কপিল দেব ১৯৮৭ সালে প্রথম পেস বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। যদিও কপিল ছিলেন অলরাউন্ডার। তাঁর নেতৃত্বেই ভারত ১৯৮৩ সালে নিজেদের প্রথম বিশ্বকাপ জিতেছিল। 

কপিলকে অলরাউন্ডার ধরলে বুমরা হবেন প্রথম টেস্ট ক্রিকেটার, যিনি পুরোদস্তুর পেসার হিসেবে ভারতকে নেতৃত্ব দেবেন। রোহিত শর্মা করোনা পরীক্ষায় দ্বিতীয়বার পজিটিভ হওয়ায় অধিনায়কত্বের গুরুদায়িত্ব পেয়েছেন বুমরা। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বলেছেন, ‘রোহিত এজবাস্টন টেস্ট থেকে ছিটকে গেছে। তাঁর দ্বিতীয়বারের করোনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। লোকেশ রাহুলকেও চোটের কারণে পাওয়া যাচ্ছে না। দুজনের অনুপস্থিতিতে বুমরা দলকে নেতৃত্ব দেবে।’ 

গত বছর এক সাক্ষাৎকারে ভারতকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন বুমরা। বলেছিলেন, ‘অধিনায়কত্ব পেলে সম্মানিতবোধ করব। মনে হয় না কেউ এমন সুযোগ পেলে হাতছাড়া করবে। তবে এর পেছনে ছুটতে চাই না। সুযোগের অপেক্ষায় থাকব।’ 

সেই সুযোগ এত দ্রুত আসবে, বুমরা হয়তো নিজেও ভাবেননি। শুক্রবার টস করতে নামলেই তিনি হবেন ভারতের ৩৬ তম টেস্ট অধিনায়ক। আর সব সংস্করণ মিলিয়ে এ বছর ভারতের ষষ্ঠ অধিনায়ক হবেন বুমরা। এটি ভারতীয় ক্রিকেটে তো বটেই, ক্রিকেট ইতিহাসে এমন প্রথম। এর আগে ১৯৫৯ সালে একটি দলকে নেতৃত্ব দিয়েছিলেন পাঁচজন। সেই দলটার নামও ভারত। বুমরা ৬৩ বছর আগের রেকর্ডটি ভাঙতে চলেছেন।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  লাবুশেন-হেডের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

  ফুটবল বিশ্বকাপ

  বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বরখাস্ত হলেন এনরিকে

  ফুটবল বিশ্বকাপ

  কোয়ার্টারের আগে কাতার ফিরছেন ইংলিশ ফুটবলার

  ফুটবল বিশ্বকাপ

  ‘শুধু আমরাই না, পুরো দেশ এমন উদযাপন করে’

  ফুটবল বিশ্বকাপ

  মেসিকে ডাচ গোলরক্ষকের হুমকি

  চমক রেখে প্রথম টেস্টের দল ঘোষণা করল বাংলাদেশ

  রাজনৈতিক সহিংসতায় মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

  লাবুশেন-হেডের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন অস্ট্রেলিয়ার

  ভাইয়ের শোকে কান্না করতেও ভয় পাচ্ছি: মকবুলের বড় ভাই

  অনেকের ইচ্ছা একটা লাশ পড়ুক: পররাষ্ট্রমন্ত্রী

  নয়াপল্টনের সড়ক ছাড়ল পুলিশ, মিছিল করল আওয়ামী লীগ

  বিজেপির টিকিটে বিধানসভা নির্বাচনে জিতলেন রবীন্দ্র জাদেজার স্ত্রী রিভাবা