ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই বাজারে মহাসড়ক পারাপারের সময় চট্টগ্রামগামী একটি অজ্ঞাত পিকআপের চাপায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিলের (৮৮) মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোকাম ইউপির চেয়ারম্যান মো. সাহেব আলী।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার ভোর ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোকাম ইউনিয়নের কোরপাই বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী একটি অজ্ঞাত পিকআপ চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় মসজিদের ফজরের নামাজ পড়া মুসুল্লিরা ও স্থানীয় লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে কুমিল্লার ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘এ ধরনের কোনো দুর্ঘটনার খবর আমাদের কেউ জানায়নি। এ সময় আমাদের টহলরত পুলিশ মহাসড়কে থাকে। এ ছাড়া কেউ এ ঘটনায় কোনো অভিযোগও করেনি। অভিযোগ দায়ের করলে আমরা গাড়ি জব্দ করে আইনগত ব্যবস্থা নেব।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে