আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বুধবার থেকে নতুন টাকার নোট বাজারে পাওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক ২৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া) ২৫ হাজার কোটি টাকার নতুন নোট বাজারে ছাড়বে।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০টি শাখা থেকে নতুন নোট পাওয়া যাবে।
তফসিলি ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে ১০,২০, ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একবারের বেশি নতুন টাকার নোট নিতে পারবেন না।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘বুধবার থেকে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়া হবে। এছাড়াও নির্দিষ্ট শাখায় মোট ১ কোটি ৬১ লাখ টাকার বিভিন্ন মূল্যমান নোট সরবরাহ করা হবে।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে