সিলেট–সুনামগঞ্জ অঞ্চলে বন্যা দুর্গতদের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে রুপালী ব্যাংক। আজ সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চ্যুয়াল উপস্থিতিতে এ অনুদান প্রদান করা হয়। রুপালী ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে এ অনুদানের চেক তুলে দেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং পরিচালক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে