যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারকালে ৬৮ লাখ টাকা মূল্যের ৭৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণবার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল থেকে গ্রিনলাইনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সিটের নিচ থেকে স্বর্ণবার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে: কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, তাদের কাছে গোপন খবর আসে সীমান্ত পথে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে। এতে বিজিবি নজরদারি বৃদ্ধি করে। একপর্যায়ে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিনলাইনের একটি বাস বেনাপোলে সীমান্তে তল্লাশি করে সিটের নিচ থেকে একটি পলিথিনের ব্যাগ থেকে ১০টি স্বর্ণবার জব্দ করা হয়। তবে বিজিবির অভিযানের খবর পেয়ে আগে থেকে কৌশলে পালিয়ে যায় পাচারকারী।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে