Alexa
শনিবার, ১৩ আগস্ট ২০২২

সেকশন

epaper
 

শাবিপ্রবিতে কমেছে বন্যার পানি

আপডেট : ১৯ জুন ২০২২, ১৮:৫৭

শাবিপ্রবিতে কমতে শুরু করেছে বন্যার পানি। ছবি: আজকের পত্রিকা টানা তিন দিন ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা কবলিত হওয়ার পর আজ রোববার থেকে পানি কমতে শুরু করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে। কর্তৃপক্ষ বলছেন, বৃষ্টি কমে গেলে বন্যার পানি থেকে মুক্তি পাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 

বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ‘এক কিলো রোড’, প্রধান ফটক, কেন্দ্রীয় গ্রন্থাগার, একাডেমিক ভবন বি, ইউনিভার্সিটি সেন্টারগুলো সম্পূর্ণ পানি মুক্ত রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন এ ও ডি, চেতনা ‘৭১, প্রশাসনিক ভবন-১ ও ২ এবং ছাত্রী হলে পানির পরিমাণ কমতে শুরু করেছে। 

ক্যাম্পাসে অবস্থানরত সাব্বির আহমেদ নামের একজন শিক্ষার্থী বলেন, ‘ক্যাম্পাসে আগের তুলনায় অনেকটা পানি কমে গেছে। বিদ্যুৎ সংযোগও পুনরায় চালু হয়েছে। তবে সুনামগঞ্জের মানুষদের অবস্থা বেগতিক। তাদের প্রাণে বাঁচাতে উদ্ধার তৎপরতা আরও বাড়ানো দরকার।’ 

শাবিপ্রবিতে কমতে শুরু করেছে বন্যার পানি। ছবি: আজকের পত্রিকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী মাসুম বিল্লা বলেন, ‘বৃষ্টি না থাকার কারণে ক্যাম্পাসের পানি সরে গিয়ে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ক্যাম্পাসে স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। হলেও রাত থেকে বিদ্যুৎ সংযোগ অব্যাহত রয়েছে। তবে ওয়াইফাই নাই।’ 

এদিকে বিশ্ববিদ্যালয় স্বাভাবিক হওয়ার ব্যাপারে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বৃষ্টি কমে গেলে বন্যার পানি থেকে একেবারে মুক্তি পাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শাবিপ্রবিতে কমতে শুরু করেছে বন্যার পানি। ছবি: আজকের পত্রিকা তবে ক্যাম্পাসে পানির পরিমাণ কমে গেলেও এখনো বন্যার হাত থেকে রক্ষা পায়নি সিলেট-সুনামগঞ্জ এলাকা। আমাদের বেশির ভাগ শিক্ষার্থী ক্যাম্পাস থেকে বাসায় চলে গেছে। তাই পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে পরবর্তীতে পুনরায় ক্যাম্পাস খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  পঠিতসর্বশেষ

  এলাকার খবর

   
   

  অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক চা শ্রমিকদের

  কাজের সন্ধানে গিয়ে নিখোঁজ, ৩৬ বছর পর ফিরলেন মনির

  আবাদ শুরুর আগেই সারের কৃত্রিম সংকট

  স্কুলে যাওয়া পথে নৌকাডুবিতে শিক্ষার্থীর মৃত্যু

  কলেজে ঢুকে টিকটক ভিডিও করায় ২ বহিরাগত গ্রেপ্তার

  দুলাভাইয়ের পরকীয়া জেনে যাওয়ায় শ্যালককে হত্যা, এক মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন 

  ধর্ষণের অভিযোগে খুবি শিক্ষার্থী গ্রেপ্তার

  প্রথম দক্ষিণ এশীয় হিসেবে ‘মিলেনিয়াম লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন স্থপতি মেরিনা

  মাদারগঞ্জে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা

  আর্জেন্টিনায় উগ্র সমর্থকদের ক্ষোভের আগুনে পুড়ে ছাই ফুটবলারদের গাড়ি

  দেশে-বিদেশে সর্বত্রই ধিক্কৃত হচ্ছে সরকার: মির্জা ফখরুল

  ভেড়ামারায় ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, নিহত ২