ব্যাট হাতে সময়টা ভালো না গেলেও বিরাট কোহলির জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং তাঁর ভক্তের সংখ্যা দিনদিন আরও বাড়ছে। প্রথম ভারতীয় হিসেবে এবার ইনস্টাগ্রামে ২০০ মিলিয়ন (২০ কোটি) ফলোয়ার ছাড়িয়ে গেল কোহলির। গত দুই বছর একটিও সেঞ্চুরি করতে না পারা কোহলি ইনস্টাগ্রামে ফলোয়ারের দিক দিয়ে করলেন ডাবল সেঞ্চুরি ।
২০০ মিলিয়ন ফলোয়ার পূর্ণ করার পরে কোহলি ইনস্টাগ্রাম থেকে একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন। সেখানে ভক্তদের ধন্যবাদ জানিয়েছে তিনি লিখেছেন, ‘২০০ মিলিয়ন শক্তি। ইনস্টায় সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।’ কোহলির ফেসবুকেও ৪৯ মিলিয়ন ফলোয়ার আছে।
ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি ফলোয়ার আছে ক্রিস্টিয়ানো রোনালদোর। পর্তুগিজ মহাতারকার ফলোয়ার ৪৫১ মিলিয়ন। এরপর তালিকার দুয়ে আছেনন ফুটবলের আরেক মহাতারকা লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের ফলোয়ার ৩৩৪ মিলিয়ন। মেসির পর ২০০ মিলিয়ন ফলোয়ার নিয়ে তালিকার তিনে আছেন কোহলি।
ইনস্টাগ্রাম পোস্ট থেকে আয়ের দিক দিয়ে ১৯তম স্থানে আছেন কোহলি। তিনি ভারতে ইনস্টাগ্রাম পোস্ট থেকে সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়। কোহলি ইনস্টাগ্রাম পোস্টের জন্য প্রায় ৬ লাখ ৮০ হাজার ডলার পান।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
- বক্সিং রিংয়ে লড়াই করতে করতে কোমায় চলে গেলেন বক্সার
- কিছু ফেডারেশনকে বরাদ্দ দেওয়ার যুক্তি দেখি না
- কোনো রকমে হার এড়িয়েছে ইংল্যান্ড, জয় পেয়েছে ধুঁকতে থাকা ইতালি
- ডাকাতি ঠেকাতে ২৩ লাখ টাকার কুকুর কিনলেন এই ফুটবলার
- ফ্রেঞ্চ ওপেনের কোর্ট নাদালের নামে করার দাবি ফেদেরারের কোচের
- সমুদ্র তীরে মুমিনুল-রাজাদের ভলিবল ম্যাচ
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে