ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিংয়ে বিতর্ক নতুন কিছু নয়। এবার আম্পায়ার্স কমিটির দায়িত্ব নেওয়ার পর বিতর্ক অবসানের কথা দিয়েছিলেন ইফতেখার রহমান মিঠু। এ লক্ষ্যে প্রথমবারের মতো আম্পায়ারিং পর্যবেক্ষণে যুক্ত হচ্ছে নতুন প্রযুক্তি ‘ফ্রগবক্স’। এটি নিয়ে আলোচনা করতে গতকাল দুপুরে আইসিসির সাবেক তিন কর্মকর্তাকে নিয়ে বিসিবিতে আলোচনায় বসেছিলেন মিঠু।
ফ্রগবক্স প্রযুক্তি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো দেশগুলোও ব্যবহার করছে। উপমহাদেশের মধ্যে ভারতের ঘরোয়া ক্রিকেটে যুক্ত হয়েছে এই প্রযুক্তি। সুলভ মূল্যের হওয়ায় আম্পায়ারিংয়ে এবার এই প্রযুক্তি ব্যবহারের পথে হাঁটছে বিসিবিও। আজকের পত্রিকাকে বিসিবির পরিচালক মিঠু বলেছেন, ‘প্রযুক্তিটা সহজ এবং দামে কম হওয়ায় আমরাও নিতে আগ্রহী। দেখা যাক, কাল (আজ) টেকনিক্যাল বিষয়গুলো দেখে সিদ্ধান্ত নেব।’
ফ্রগবক্স প্রযুক্তিটির বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকার মতো। এর পেছনে প্রতিবছর ব্যয় হবে ২৬ হাজার টাকা। স্বল্পমূল্যের হওয়ায় আপাতত পাঁচটি মাঠকে এই প্রযুক্তির আওতায় আনতে চায় বিসিবি। এতে করে আম্পায়ারিং পর্যবেক্ষণের পাশাপাশি নির্বাচকেরাও খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই করতে পারবেন। প্রযুক্তিটি ব্যাটারিতে চালিত হওয়ায় পুরো ম্যাচের চিত্র একসঙ্গে ধারণ করা সম্ভব।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে