ভারতের গুজরাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গুজরাটের বরোদারা শহরের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বরোদারার দীপক নাইটায়ার ফ্যাক্টরিতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলের বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও ধোঁয়া দেখা গেছে।
এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত করতে পারেনি কারখানা কিংবা স্থানীয় প্রশাসন। আগুন নেভাতে দুর্ঘটনাস্থলে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট।
তবে, দীপক নাইটায়ার এক বিবৃতিতে জানিয়েছে—তাঁরা পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে। এবং কারখানায় কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে তাঁরা তৎপর রয়েছে। ফায়ার সার্ভিসের সঙ্গে যতটা সম্ভব সহায়তা করে যাচ্ছে তাঁরা।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে