জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। আজ সকালে ধানমন্ডি ৩২ নম্বরে তিনি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
শ্রদ্ধা নিবেদনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন নতুন ডিজি। জাদুঘরের সহকারী কিউরেটর কাজী আফরিন তাঁকে জাতির পিতা ও তাঁর পরিবারের স্মৃতিময় বিভিন্ন কক্ষ ঘুরিয়ে দেখান। মাইন উদ্দিন ১৫ আগস্ট কালরাতে জাতির পিতার সঙ্গে নিহত তাঁর পরিবারের শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
গত ২৫ মে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে