আইপিএলের শিরোপা তাঁর কাছে নতুন কিছু নয়। এর আগেও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে চারবার শিরোপা জিতেছেন হার্দিক পান্ডিয়া। তবে গতকালকের পঞ্চম আইপিএল শিরোপাটার মাহাত্ম্য এই অলরাউন্ডারের কাছে অন্য রকম। সম্পূর্ণ নতুন একটা দলকে নেতৃত্ব দিয়ে প্রথম অভিযানেই যে শিরোপা জিতিয়েছেন পান্ডিয়া।
প্রথমবারের মতো খেলতে নেমেই শিরোপা জিতে ফেলবে গুজরাট টাইটান্স, এমন অনুমান শুরুতে বিন্দুমাত্রও কেউ করেনি। টি-টোয়েন্টি বিশ্বের কার্যকরী কয়েকজন খেলোয়াড় থাকলেও বড় কোনো নাম ছিল না দলটায়। নাম নয়, শিরোপা যে আসে পারফরম্যান্স আর নেতৃত্ব গুণের কারণে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে গুজরাট। জস বাটলারের অবিশ্বাস্য ব্যাটিং থামিয়ে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৭ উইকেটের জয়ে আইপিএলে নিজেদের প্রথম মৌসুম শিরোপার রঙে রাঙিয়েছে পান্ডিয়ার দল।
শিরোপার জয়ে নিজে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন পান্ডিয়া। নিয়মিত চারে ব্যাট করতে নেমেছেন, ১৫ ইনিংসে করেছেন টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ ৪৮৭ রান। বোলিং খুব বেশি করেননি কিন্তু প্রয়োজনের সময় ঠিকই দলকে পথ দেখিয়েছেন। গতকাল রাতে যেমন তার বোলিংয়েই পাল্টে গেছে ম্যাচের চেহারা। মাত্র ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন, রাজস্থানকে আটকে ফেলেছেন ১৩০ রানের মধ্যে।
বোলিংটা যে সেরা সময়ের জন্য জমিয়ে রেখেছিলেন সেটাই ম্যাচ শেষে জানালেন পান্ডিয়া। বলেছেন, ‘আমি যে কঠোর পরিশ্রম করছি সেটা সবাইকে দেখাতে একটা উপযুক্ত সময়ের দরকার ছিল। বোলিংয়ের দিক থেকে আজকেই (গতকাল) ছিল সেই দিন যেদিন আমি আমার সেরাটা দিয়েছি।’
স্বপ্নের মতো একটা মৌসুম আর শিরোপা জয়ের পর পরবর্তী প্রজন্মের কাছেও অনুকরণীয় হয়ে থাকতে চান পান্ডিয়া, ‘এই শিরোপাটা আসলেই বিশেষ কিছু কারণ আমরা একটা উত্তরাধিকার রেখে যাচ্ছি। পরের যারা প্রজন্ম আসবে তারা আমাদের এই দলটার কথা বলবে। সবাই বলবে এটাই সেই দল যারা প্রথমবার খেলতে এসেই শিরোপা জিতেছে।’
আইপিএল সম্পর্কিত পড়তে - এখানে ক্লিক করুন
অধিনায়কত্বে আইপিএল জিতিয়েছেন। এবার দেশ ভারতের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার লক্ষ্য ঠিক করার কথা জানালেন হার্দিক পান্ডিয়া। চোটের কারণে লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকার পর এই শিরোপা তাঁকে নতুন উৎসাহ জোগাবে বলে জানালেন গুজরাট অধিনায়ক, ‘অবশ্যই চাই ভারতের হয়ে বিশ্বকাপ জিততে। এর জন্য নিজের সবটুকু উজাড় করে দেব। ভারতের হয়ে প্রতিটি ম্যাচ খেলাই আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো। এই যে এত ভালোবাসা ও সমর্থন, সব তো ভারতীয় দলের জন্যই পাই। যে কোনো মূল্যে চাই ভারতের হয়ে বিশ্বকাপ জিততে।’
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
- ২৩ বছর পর প্রিমিয়ার লিগে ‘রবিন হুড’র নটিংহ্যাম ফরেস্ট
- ফুটবলারদের পেটাতে মাঠে নামলেন নিজ দলের সমর্থকেরা
- এমবাপ্পেকে আমরা ভুলে গেছি
- ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ এখন পাকিস্তান
- পরের বছর চ্যাম্পিয়নস লিগে ফাইনালের টিকিট কেটে রাখতে বললেন ক্লপ
- প্যারিসের রাতটা নিজের করে নিয়েছেন ভিনিসিয়ুস
- নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আনচেলত্তি
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে