ঢাকা টেস্টে আরেকটি হতাশার সেশন কাটছে বাংলাদেশের। চতুর্থ দিনের প্রথম সেশনে এখন পর্যন্ত শ্রীলঙ্কার কোনো উইকেটই ফেলতে পারেননি বাংলাদেশের বোলাররা। বাংলাদেশের বোলারদের হতাশা বাড়িয়ে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলেছেন লঙ্কানরা। সব মিলিয়ে সফরকারীদের সংগ্রহ ৫ উইকেটে ৩৪১ রান।
বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে শ্রীলঙ্কা পিছিয়ে ২৪ রানে। সময় যত গড়াচ্ছে, প্রথম ইনিংসে বাংলাদেশের লিডের স্বপ্ন ততই ফিকে হচ্ছে। বৃষ্টির কারণে গতকাল আড়াই সেশনের মতো খেলা হয়নি। আজ তাই দিনের খেলা আধা ঘণ্টা আগে শুরু হয়। বাংলাদেশর হুমকি হয়ে সেঞ্চুরির অপেক্ষায় আছেন অ্যাঞ্জোলো ম্যাথুস। তাঁর রান ৮৩। ৫ চারের সঙ্গে ইনিংসে রয়েছে ২টি ছক্কা।
ম্যাথুসের সঙ্গী দিনেশ চান্ডিমাল অপরাজিত আছেন ৪৪ রানে। চান্ডিমাল অবশ্য আউট হয়েও একবার বেঁচে যান। ইবাদত হোসেন-সাকিব আল হাসানরা জুটি ভাঙতে না পারায় বল হাতে তুলে নেন মুমিনুল হক। লিটন দাসের ক্যাচ বানিয়ে চান্ডিমালকে আউট করলেও রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। টিভি রিপ্লেতে দেখা যায়, লিটনের গ্লাভসে জমা হওয়ার আগে চান্ডিমালের ব্যাটের কোনো অংশ বলের ছোঁয়া পায়নি।
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা-সম্পর্কিত সবশেষ সংবাদ পেতে - এখানে ক্লিক করুন
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে