সিরাজগঞ্জের তাড়াশে ইসলাম (৩২) নামে এক ইজিবাইকচালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের আবুল ব্রিজ এলাকা থেকে তাঁর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত ইসলাম তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্ররা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে, গতকাল বুধবার রাতে কোনো এক সময় ইসলামের ইজিবাইক ভাড়া করে দুর্বৃত্তরা। তারা তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের আবুল ব্রিজ এলাকায় ইজিবাইকচালকের হাত পা বেঁধে হত্যা করে ইজিবাইক নিয়ে চলে যায়। সকালে স্থানীয়রা ইজিবাইকচালকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে