Alexa
সোমবার, ০৪ জুলাই ২০২২

সেকশন

epaper
 

জমি বাড়ি সড়ক গিলছে নদী

আপডেট : ২৬ মে ২০২২, ১০:৫৮

জৈন্তাপুর উপজেলায় সবুড়ী নদীর ভাঙন। ছবি: আজকের পত্রিকা জৈন্তাপুর উপজেলার নয়াগাং ও সবুড়ী নদীর অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে রাস্তা, ঘরবাড়ি ও জমি। বাউরভাগ মল্লিফৌদ, কাটাখাল ও লামনীগ্রামের গ্রামীণ রাস্তা, শতাধিক বাড় ও কয়েক হাজার একর ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে। কাটাখাল রাস্তার দেড় কিলোমিটার নদীতে বিলীন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদী ভাঙনের শিকার হয়ে পৈতৃক বসতভিটা ছেড়ে পরিবার নিয়ে অন্য স্থানে চলে যাচ্ছেন অনেকেই। তাঁরা নদী ভাঙনের হাত থেকে গ্রামের মানুষকে রক্ষা করতে নদীতে ব্লক স্থাপনের দাবি জানান।

স্থানীয় বাসিন্দা ফরিদ উদ্দিন আহমদ বলেন, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী সাংসদ ইমরান আহমদ জৈন্তাপুর ইউনিয়নের বাসিন্দা হওয়ায় জনগণের প্রত্যাশা, তিনি শিগগির নদী ভাঙনের কবল থেকে মানুষের বসতবাড়ি, জমি ও রাস্তা রক্ষায় এগিয়ে আসবেন।

স্থানীয় বাসিন্দা মো. জাকারিয়া, হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য ইসমাইল আলী, আলী আকবর, আব্দুস শুক্কুর, ফখরুল ইসলাম, গাড়িচালক বিলাল আহমদ বলেন, নয়াগাং ও সবুড়ী নদীর ভাঙনে কাটাখাল গ্রামের প্রায় দেড় কিলোমিটার রাস্তা নদীতে চলে গেছে। এ ছাড়া বসতবাড়ি, ফসলের জমি ভাঙনের শিকার হয়েছে। বর্ষা মৌসুম শেষ হতে অনেক বাকি। যে ভাবে নদী ভাঙন দেখা দিয়েছে তাতে বর্ষা মৌসুম শেষ হতে হতে রাস্তার আরও অনেক অংশ নদীর পেটে চলে যাবে।

জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেন, মোয়াখাই, লামনীগ্রাম, বাউরভাগ কাটাখাল গ্রামীণ রাস্তার মাটি ভরাটসহ সংস্কার কাজ করা প্রয়োজন। এ ছাড়া নদী ভাঙনের শিকার প্রায় দেড় কিলোমিটার রাস্তা ইউনিয়ন পরিষদের পক্ষে সংস্কার করা সম্ভব নয়। এ জন্য উপজেলা, জেলা ও মন্ত্রী মহোদয়ের সহায়তা জরুরি প্রয়োজন।

জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, পানি নামার পর পর বিভিন্ন অঞ্চলের গ্রামীণ রাস্তা মেরামত ও সংস্কার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া নদী ভাঙনের ফলে বাউরভাগ কান্দি, মল্লিফৌদ, কাটাখাল, মোয়খাই ও লামনীগ্রামের বাসিন্দাদের রক্ষা করা অনেকটা কঠিন হয়ে পড়েছে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  ব্রহ্মপুত্রের ভাঙনে দিশেহারা

  সম্মেলন দ্বিতীয়বার স্থগিত করায় ক্ষোভ নেতা-কর্মীদের

  গবাদিপশুর দাম নিয়ে শঙ্কায় খামারিরা

  বন্যায় ভেসে গেছে ১১০৪ পুকুরের মাছ

  চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

  সংসদ সদস্য অবরুদ্ধ কমিটির পর মুক্ত

  ডিএমপিতে তিন থানার ওসিসহ ১৭ কর্মকর্তার বদলি

  কারাগারে দল গঠনের পর মহাসড়কে ডাকাতি করতেন তাঁরা

  প্রথম স্ত্রীকে কুপিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ যুবক গ্রেপ্তার 

  আ.লীগ জনগণের সেবক হয়ে থাকতে চায়: কাদের

  সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের অন্যতম শুটারসহ গ্রেপ্তার ২