ভারতের মধ্যপ্রদেশে বিনোদ চৌহান (২১) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে খুদাইল এলাকায় তাঁর মরদেহ পাওয়া যায়। প্রেমিকার পরিবারের সদস্যরা তাঁকে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশের অনুসন্ধানে উঠে এসেছে। আজ বুধবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মধ্যপ্রদেশের ইন্দোরের এক পুলিশ কর্মকর্তা বলেন, চৌহান ও তাঁর প্রেমিকাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে প্রেমিকার পরিবারের লোকজন। এরপর তারা চৌহানকে আটক করে পিটিয়ে হত্যা করে।
এ বিষয়ে পুলিশ সুপার (স্থানীয়) ভগবত সিং ভিরদে জানান, গতকাল সকালে খুদাইল এলাকায় বিনোদ চৌহানের মরদেহ পাওয়া যায়। তদন্তে দেখা গেছে যে মেয়েটির সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। প্রেমিকার পরিবারের সদস্যরা এক দিন আগে তাঁকে পিটিয়ে হত্যা করে।
পুলিশ সুপার আরও বলেন, ‘আমরা সন্দেহ করছি তাঁকে শ্বাসরোধে করা হয়েছিল। এ ঘটনার পর থেকে প্রেমিকার বাবা-মা ও ভাই পলাতক রয়েছেন। আমরা তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছি।’
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে