দুর্নীতির অভিযোগে পাঞ্জাব মন্ত্রিসভার এক সদস্যকে বরখাস্ত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সোমবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও আম আদমি পার্টি-এএপির নেতা বিজয় সিংলাকে সরকারি টেন্ডার থেকে ১ শতাংশ কমিশন দাবি করার দায়ে তাঁকে বরখাস্ত করা হয়।
মাত্র আড়াই মাসেরও কম সময় বয়সী এই মন্ত্রিসভা গঠনের পরপরই ভগবন্ত মান ঘোষণা দিয়েছিলেন সামান্য কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেলেই তাঁর মন্ত্রিসভার যেকোনো সদস্যকে বরখাস্ত করা হবে। সে সময় মান জানিয়েছিলেন, দুর্নীতির সঙ্গে কোনো আপস কার হবে না। সেই ঘোষণারই প্রতিফলন ঘটল এই সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে।
সূত্র জানিয়েছে, সরকারি একটি টেন্ডার থেকে মাত্র ১ শতাংশ কমিশন দাবি করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিংলা। কিন্তু তাঁর সেই কমিশন দাবির ব্যাপারে হাতেনাতে প্রমাণ পেয়ে যায় মুখ্যমন্ত্রীর দপ্তর। সঙ্গে সঙ্গে বিজয় সিংলাকে বরখাস্ত করেন ভগবন্ত মান। বরখাস্তের পরপরই তাঁকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশের দুর্নীতি বিরোধী বিভাগ।
মানের এমন সিদ্ধান্তে অত্যন্ত খুশি দিল্লির মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এক টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘আমরা আপনার জন্য গর্বিত। গোটা দেশ আম আদমি পার্টির জন্য গর্বিত।’
এর আগে, ২০১৫ সালে দুর্নীতির অভিযোগে দিল্লিতে এক মন্ত্রীকে বরখাস্ত করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল নিজেই। পাঞ্জাবে দুর্নীতির দায়ে মন্ত্রীকে বরখাস্তের এএপি নেতাদের দাবি, সারা দেশে আম আদমি পার্টিই কেবল সততার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। শুধু মুখের কথায়ই নয় কাজেও নিজেদের দায়বদ্ধতার প্রমাণ দিয়ে চলছে প্রতিনিয়ত।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে