Alexa
সোমবার, ০৪ জুলাই ২০২২

সেকশন

epaper
 

ভারতের কাছে ৫০ কোটি ডলার ঋণ চাইছে শ্রীলঙ্কা

আপডেট : ২৪ মে ২০২২, ১৯:২৬

আগামী জুন থেকে তেল আমদানির জন্য শ্রীলঙ্কার ৫৩ কোটি ডলারের প্রয়োজন পড়বে। ছবি: রয়টার্স প্রতিবেশী ভারতের এক্সিম ব্যাংকের কাছে ৫০ কোটি ডলার ঋণ চাওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে শ্রীলঙ্কার মন্ত্রিসভা। তীব্র বৈদেশিক মুদ্রা সংকটে থাকা দেশটি পেট্রোলিয়াম পণ্য ক্রয়ের জন্য এই ঋণ চাইছে।

আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রা না থাকায় তেলের পাম্প বন্ধ হয়ে যাওয়া ঠেকাতে নানা বিকল্প অনুসন্ধান করছে শ্রীলঙ্কা। ১৯৪৮ সালের পর সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। আমদানি ব্যয় মেটানোর মতো ডলার সংকটের কারণে প্রায় সব ধরনের নিত্য পণ্যের অভাব দেখা দিয়েছে সেখানে। 

এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, উদ্ভূত পরিস্থিতিতে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দেশটির জ্বালানি মন্ত্রী কাঞ্চনা ভীজেসেকেরা জানান, বৈঠকে জ্বালানি কিনতে ভারতের এক্সিম ব্যাংকের কাছে ঋণ চাওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। 

ভারতের এক্সিম ব্যাংকের কাছে ৫০ কোটি ডলার ঋণ চাইছে শ্রীলঙ্কা। ছবি: রয়টার্স যদিও শ্রীলঙ্কা ইতিমধ্যে ভারতের এক্সিম ব্যাংক থেকে ৫০ কোটি এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া থেকে ২০ কোটি ডলার ঋণ নিয়েছে। তেল কেনার জন্য এসব ঋণ পাওয়া গেছে বলে জানান জ্বালানি মন্ত্রী।

হিসেব অনুযায়ী আগামী জুন থেকে তেল আমদানির জন্য শ্রীলঙ্কার ৫৩ কোটি ডলারের প্রয়োজন পড়বে। সংকট কবলিত দেশটি মঙ্গলবার থেকে পেট্রলের দাম ২৪.৩ শতাংশ ও ডিজেলের দাম ৩৮.৪ শতাংশ বাড়িয়েছে।

এদিকে ভারত বলছে, শ্রীলঙ্কায় প্রায় ৪০ হাজার মেট্রিকটন পেট্রল সরবরাহ করেছে তারা। তীব্র জ্বালানি ঘাটতি কমাতে কয়েক দিন আগে দেশটিকে ৪০ হাজার মেট্রিকটন ডিজেলও সরবরাহ করা হয়।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  উজবেকিস্তানে সরকারবিরোধী আন্দোলনে বিশৃঙ্খলায় নিহত ১৮, আহত ২৪৩ 

  সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের অন্যতম শুটারসহ গ্রেপ্তার ২ 

  আস্থা ভোটে সহজেই উতরে গেলেন একনাথ সিন্ধে

  অভিজ্ঞতা ও সিভি ছাড়াই চাকরির সুযোগ, তবু মিলছে না কর্মী! 

  বন্যায় ভাসছে সিডনি, বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ

  কাশ্মীরে আটক লস্কর-ই-তৈয়বার সদস্য, ছিলেন বিজেপির আইটি সেলের প্রধান

  লাইসেন্স ছাড়া ৫ বছর ধরে বাস চালাচ্ছিলেন আল আমিন

  বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেলেন সাঈদা খানম

  উজবেকিস্তানে সরকারবিরোধী আন্দোলনে বিশৃঙ্খলায় নিহত ১৮, আহত ২৪৩ 

  ডিএমপিতে তিন থানার ওসিসহ ১৭ কর্মকর্তার বদলি

  কারাগারে দল গঠনের পর মহাসড়কে ডাকাতি করতেন তাঁরা

  প্রথম স্ত্রীকে কুপিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ যুবক গ্রেপ্তার