কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন সুষ্ঠু করতে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত ৭ প্রস্তাবনা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার। আজ মঙ্গলবার দুপুর ১২টায় কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীর কাছে এ প্রস্তাবনার লিখিত কপি দেন তিনি।
লিখিত ৭ দফা প্রস্তাবনায় স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনসহ সব নির্বাচনে দিনের ভোট রাতে, কেন্দ্র দখল ভোটারশূন্য কেন্দ্রসহ বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করে দেখা যায়। জনগণের মধ্যে সেই ভয় আতঙ্ক ও সন্দেহ বিরাজ করছে। ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অতিরিক্ত বাহিনী মোতায়েন করে কিছু মোটরসাইকেল আটক ছাড়া কোনো কার্যক্রম চোখে পড়েনি। ভোটারদের ভয় ও শঙ্কামুক্ত পরিবেশের বিষয়ে আশ্বস্ত করতে হবে। ইভিএম বাতিল করে ব্যালট পেপারে স্বচ্ছ ব্যালট বক্সে ভোট গ্রহণ করতে হবে। সিটি করপোরেশন এলাকায় কর্মরত মাঠ প্রশাসনের নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি ও উপসহকারী পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদদারীদের প্রতীক বরাদ্দের আগেই বদলি করতে হবে।
নির্বাচনে স্থাপিত সিসি ক্যামেরা প্রার্থীদের পর্যবেক্ষণ করার সুযোগ দিতে হবে। নির্বাচনের সময় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানির না করার দাবি জানান। প্রতীক বরাদ্দের পর দুজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে কয়েকটি টিম নির্বাচনী এলাকায় অবস্থান করতে হবে এবং প্রার্থীদের অভিযোগ ত্বরিত ও সহজীকরণে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম, মেসেঞ্জারসহ অনলাইন যোগাযোগমাধ্যম ব্যবহার করার দাবি জানানো হয়।
কুসিক নির্বাচন সম্পর্কিত খবর জানতে - এখানে ক্লিক করুন
এই ৭ দফা প্রস্তাবনা কুসিক নির্বাচনের রিটার্নিং ও প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর দেন স্বতন্ত্র প্রার্থী।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন:
- কুসিক নির্বাচন: আ.লীগের দাবি সরে দাঁড়াবেন, ইমরান বললেন অপেক্ষার কথা
- কুসিক নির্বাচন সুষ্ঠু করতে নিজামের সাত প্রস্তাব
- ইভিএম দেখতে কুসিক প্রার্থীদের ডেকেছে ইসি
- কুসিক নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেবেন ইমরান
- কুসিক নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে নৌকার প্রার্থীকে জরিমানা
- ২০১৮-এর ভোট নিয়ে প্রশ্ন তুলতেই কুসিকে মতবিনিময় সভায় হট্টগোল
- ব্যক্তিগতভাবে ভিডিও পাঠালেও ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন
- কুসিক নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: স্থানীয় সরকার মন্ত্রী
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে