Alexa
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

সেকশন

epaper
 

যমুনায় বাড়ছে পানি, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চলের ফসলি জমি

আপডেট : ২৪ মে ২০২২, ১১:২৯

যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ডুবে গেছে একটি বাদামখেত। ছবি: আজকের পত্রিকা গত কয়েক দিনের পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ভূঞাপুরে যমুনার পানি বেড়েছে। এতে তলিয়ে গেছে চরাঞ্চলের বেশ কিছু ফসলি জমি। অপরদিকে নদীভাঙন আতঙ্কে রয়েছে চরাঞ্চলসহ উপজেলার অর্জুনা, গাবসারা, গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের নদী তীরবর্তী অঞ্চলের লোকজন। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরাঞ্চলবেষ্টিত গাবসারা ইউনিয়নসহ যমুনা তীরবর্তী বেশ কিছু নিচু এলাকায় ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে বেশির ভাগ জমিতে আবাদ করা হয়েছিল বাদাম ও বিভিন্ন ধরনের সবজির। স্থানীয় বাসিন্দারা বলছেন, এভাবে পানি বাড়তে থাকলে কয়েক দিনের মধ্যেই তলিয়ে যাবে শত শত একর তিল ও কাউন।

গাবসারা ইউনিয়নের আজিজ, নজরুল, আকলেছ, বারেকসহ কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি বছর বন্যা আসার আগেই কয়েকবার পানি বেড়ে যায়। এতে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়। নিচু জমির ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়ে যায়। সবজি, তিল, কাউনসহ অন্যান্য ফসল পানিতে তলিয়ে যাচ্ছে। তবে উঁচু জমিতে এখনো পানি ওঠেনি। পানি ওঠার আগেই যদি ফসলগুলো কাটতে পারেন, তবে নিচু জমিতে তলিয়ে নষ্ট হয়ে যাওয়া ফসলের ক্ষতি কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. হুমায়ুন কবির বলেন, হঠাৎ করে কয়েক দিন যমুনা নদীর পানি বাড়তে শুরু করেছে। এর ফলে উপজেলার যমুনা চরাঞ্চলের নিচু এলাকার কিছু অংশের ফসলের জমিতে পানি উঠেছে। তবে এতে কৃষকের তেমন একটা ক্ষতি হবে না। বন্যা আসার আগেই যদি তাঁরা তিল, কাউনসহ অন্যান্য ফসল ঘরে তুলতে পারবে।

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  তদন্ত প্রতিবেদন আটকে সিআইডির প্রতিবেদনে

  ধানের লক্ষ্য অর্জন নিয়ে শঙ্কা

  ভোগান্তির চার কিলোমিটার

  টেকসই কৃষির জন্য নতুন প্রকল্প

  টেস্টে উন্নতি না করেও টাকার পাহাড়ে বিসিবি

  অস্কার কমিটিতে ভারতীয় তারকা

  বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে বাজেট পাস

  ‘বিপজ্জনক পণ্য’ পরিবহনে অনীহা, দেশে কাঁচামাল সংকটের আশঙ্কা

  নীল সন্ধ্যার গজল

  বন্যাকবলিত এলাকায় আলোক হেলথ কেয়ারের ফ্রি মেডিকেল ক্যাম্প

  ব্যাংক এশিয়ার ৫৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

  খেলা শেষে নদীতে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু