তিন-চার দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে বেড়ে গেছে সব ধরনের শুকনো মরিচের দাম। প্রতি কেজি মরিচে বাড়তি গুনতে হচ্ছে ৭০ থেকে ৯০ টাকা। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ব্যবসায়ীদের দাবি, বাজারে সরবরাহ কমার কারণেই দাম বেড়েছে।
বাজার ঘুরে জানা যায়, কয়েক দিন আগেও বগুড়া অঞ্চলের শুকনো মরিচ ১৬০ টাকা কেজি দরে বিক্রি হয়, এখন সেই মরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকা কেজিতে। পঞ্চগড়ের শুকনো মরিচ ১৫০ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজিতে। আর কারেন্ট জাতের মরিচ কেজিতে ৪০ টাকা বেড়ে ২৮০ টাকার মরিচ বিক্রি হচ্ছে ৩২০ টাকা কেজি।
হিলি বাজার করতে আসা রফিকুল ইসলাম জানান, ‘বাজারের সব পণ্যের দাম বাড়ার প্রতিযোগিতা শুরু হয়েছে। ডাল, চিনি, ময়দা ও চালসহ সবকিছুর দাম বাড়লেও অস্বাভাবিক হারে দাম বেড়েছে শুকনো মরিচের। বাজার তদারকি কেউ না করায় ব্যবসায়ীরা ইচ্ছেমতো জিনিসের দাম বাড়িয়ে চলেছেন। তাঁদের দেখার বা বলার কেউ নেই, নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে বাজার করতে এসে।’
হিলি বাজারের ব্যবসায়ী মমিনুল ইসলাম জানান, বাজারে শুকনো মরিচের সরবরাহ কম থাকার কারণে দাম বৃদ্ধি পেয়েছে। তিন-চার দিন আগে তাঁরা শুকনো মরিচ বিক্রি করেছেন ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। গত রোববার বিক্রি করছেন ২৩০ থেকে ২৫০ টাকায়। বেশি দামে কিনছেন তাই তাঁদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে জানান তিনি।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে