যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে শাহাজামাল কালু (৫৩) নামের এক ব্যক্তিকে তাঁর ছেলে সোহেলসহ (৩০) আটক করা হয়েছে। এ সময় আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি ভারতীয় পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার ভোরে বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রাম থেকে যশোর ৪৯ ব্যাটালিয়নের বিজিবি ও পোর্ট থানা-পুলিশ সদস্যরা তাঁদের আটক করেন। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
আটক সোহেল পেশায় বন্দরের যাত্রীদের ব্যাগ বহনকারী কুলি ও তাঁর বাবা পরিবহনশ্রমিক।
এ বিষয়ে যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, ভারত থেকে বিপুল পরিমাণে অস্ত্র, গুলি এনে সীমান্তের একটি বাড়িতে রাখা হয়েছে, এমন একটি গোপন সংবাদ পাওয়া যায়। পরে পুলিশের সহযোগিতা নিয়ে বিজিবির সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে সন্দেহভাজন বাবা-ছেলেকে আটক করেন। এ সময় ওই বাড়িতে রাখা ৫টি ভারতীয় পিস্তল ও ৫টি গুলি উদ্ধার করা হয়।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে