রাজধানীর উত্তরায় বহুতল নির্মাণাধীন ভবন থেকে পড়ে গিয়ে ছমীর মোল্লা (২০) নামের একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউছুল আজম এভিনিউর ২৮ ও ৩০ নম্বর প্লটের নির্মাণাধীন বহুতল ভবনে এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিক হলেন, ভোলার চরফ্যাশন উপজেলার আমিনাবাদ গ্রামের ইব্রাহিম মোল্লা ও সুরমা বেগম দম্পতির ছেলে। তিনি উত্তরার ওই নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রি সহযোগী হিসেবে কাজ করতেন।
উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাসিন্দারা আজকের পত্রিকাকে বলেন, কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জামাদি ছাড়াই কিছুই শ্রমিক ঝুঁকিপূর্ণভাবে ওই ভবনের নির্মাণকাজ করছিলেন। ঝুঁকিপূর্ণভাবে কাজ করতে গিয়ে অসাবধানতা বসত ১১ তলা থেকে নিচে পড়ে যান ওই শ্রমিক। পরে তাঁর সহকর্মীরা উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম আজকের পত্রিকাকে বলেন, নিহত ওই শ্রমিকের মরদেহের সুরতাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে