Alexa
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২

সেকশন

epaper
 

আগামী কান উৎসবে থাকবে বাংলাদেশের স্টল: তথ্যমন্ত্রী

আপডেট : ২২ মে ২০২২, ১৮:৪২

কান উৎসব প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মন্ত্রী। ছবি: সংগৃহীত  আগামী বছর থেকেই বিশ্বখ্যাত কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের স্টল থাকবে বলেছেন ফ্রান্স সফররত তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। 

কান উৎসব প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ রোববার তথ্যমন্ত্রী এ কথা জানান। এর আগে বৃহস্পতিবার উৎসবে ভারতের তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গে যৌথভাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার উদ্বোধন করেন হাছান মাহমুদ। 

মন্ত্রী বলেন, ‘কান উৎসবে এবার আমরা বঙ্গবন্ধুর বায়োপিক “মুজিব: একটি জাতির রূপকার” চলচ্চিত্রের ট্রেলার উদ্বোধন করার উদ্দেশ্যেই এসেছি। আমরা পরিকল্পনা করছি, আগামী বছর এ উৎসবের সিনেমা বাজার “মার্শে দু ফিল্মে” বাংলাদেশের একটি স্টল থাকবে।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিকতা ও সকলের মিলিত প্রচেষ্টায় দেশের সিনেমা শিল্প ঘুরে দাঁড়িয়েছে উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলা সিনেমা যেন জায়গা করে নেয়। সেই লক্ষ্য নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি এবং সে কারণেই কান উৎসবসহ বিশ্বের অন্যান্য চলচ্চিত্র উৎসবে আমরা অংশ নেব।’ 

সিনেমা শিল্পকে এগিয়ে নিতে সরকারের নানা উদ্যোগ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে মেধাবী নির্মাতাদের আমরা শর্ট ফিল্ম, পূর্ণদৈর্ঘ্য ফিচার বা আর্ট ফিল্মের জন্য অনুদান দিয়ে থাকি এবং অনুদানে নির্মিত অনেক সিনেমা দেশে যেমন জাতীয় পুরস্কার পেয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও সম্মাননা পেয়েছে, পুরস্কারও অর্জন করেছে।’ 

আগামী মঙ্গলবার (২৪ মে) মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।  

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  দেশের গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে: সংসদে তথ্যমন্ত্রী

  মানবিক রাষ্ট্র গড়তে এগিয়ে আসুন—সাংবাদিকদের প্রতি তথ্যমন্ত্রী

  অপেক্ষা শুধু উদ্বোধনের

  একজন শেখ হাসিনা আছেন বলেই পদ্মা সেতু হয়েছে: তথ্যমন্ত্রী

  কিছু অনলাইন নিউজ পোর্টাল বন্ধের কার্যক্রম প্রক্রিয়াধীন: সংসদে তথ্যমন্ত্রী

  বাংলাদেশ-ভারত সম্পর্ক অত্যন্ত চমৎকার, প্রয়োজন একসঙ্গে কাজ: তথ্যমন্ত্রী

  সোহেল চৌধুরী হত্যা: আশীষ চৌধুরীর জামিন প্রশ্নে রুল জারি

  বাইডেনের চোখে সব নষ্টের গোড়া পুতিন

  ব্র্যাক ব্যাংক ও জেডটিই করপোরেশনের মধ্যে চুক্তি

  বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে বাজেট পাস

  ‘বিপজ্জনক পণ্য’ পরিবহনে অনীহা, দেশে কাঁচামাল সংকটের আশঙ্কা

  নীল সন্ধ্যার গজল