কুমিল্লার হোমনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত রাহাত (১৬) মারা গেছে। গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। মৃত রাহাতের বন্ধু ফাহিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মৃত রাহাত উপজেলার ঘাড়মোড়া গ্রামের প্রবাসী নূরুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে রাহাতের বন্ধু একই গ্রামের ফাহিমকে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে হোমনা থেকে ছোট ঘাড়মোড়া গ্রামে যাচ্ছিল। ঘাড়মোড়া গ্রামে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে রাহাত মাথায় ও ফাহিম পায়ে আঘাত পায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে ঢাকায় পাঠিয়ে দেন। ফাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম শিকদার বলেন, রাহাতের মাথার আঘাতটি গুরুতর ছিল। তার অবস্থা সংকটাপন্ন হওয়া তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়।
ঘাড়মোড়া ইউপির চেয়ারম্যান শাহজাহান মোল্লা বলেন, আজ রোববার জানাজা শেষে মরদেহ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে