Alexa
সোমবার, ০৪ জুলাই ২০২২

সেকশন

epaper
 

দাম বেড়েছে কীটনাশকেরও

আপডেট : ২২ মে ২০২২, ০১:৩০

ফাইল ছবি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে বেড়েছে, ডাল, ময়দা, মোটর, সরিষার তেল, বাংলা সাবান, পাউডার দুধের দাম। খুচরা বাজারে কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে এসব পণ্যের দাম। ফলে বাজারগুলোতে নিম্ন আয়ের ও মধ্যবিত্ত পরিবারের খুচরা ক্রেতাদের মাঝে অস্বস্তি দেখা দিয়েছে। শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্য নয়, কীটনাশকের দামও বেড়েছে পাঁচ টাকা করে।

বিশেষ করে ভোজ্যতেল, ডাল, আটা, ময়দার দাম বাড়ার পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম চড়া থাকায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা। গতকাল শনিবার সকালে, মুন্সিবাজার, শমশেরনগর বাজার ঘুরে এসব চিত্র দেখা গেছে।

খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি লিটার সরিষার তেল ৩০৫ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় লিটারে ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে। ময়দা গত সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে ১০ টাকা বেড়েছে। প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে ১২০ টাকায়। গত সপ্তাহের তুলনায় ১০ টাকা বেড়েছে। কাপড় ধোয়ার সাবান ৩৫ থেকে ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় পাঁচ টাকা বেড়েছে। পেঁয়াজ প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় পাঁচ থেকে ছয় টাকা বেড়েছে। আটা প্রতি কেজিতে পাঁচ টাকা বেড়েছে। প্রতি কেজি মোটরে ১০ টাকা দাম বেড়েছে। এ ছাড়া গত সপ্তাহের তুলনায় পাউডার দুধ কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা বেড়েছে।

এদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি সব পণ্যের দাম চড়া। এমনকি কৃষি পণ্য ডার্সবান, কর্ডন প্লাস, সেতারা নামের কীটনাশকে কয়েক সপ্তাহের ব্যবধানে তিন থেকে পাঁচ টাকা বেড়েছে।

দিনমজুর সুলতান মিয়া বলেন, ‘যেভাবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে তাতে আমাদের অস্তিত্ব থাকবে না। সারা দিন কাজ করে ৩০০ থেকে ৪০০ টাকা রুজি করি। বৃষ্টির জন্য গত কয়েক দিন কাজ করতে পারেনি। আজ ধার করে টাকা এনে বাজারে গিয়ে এই টাকায় শুধু চাল আর ডাল কিনেছি। আমাদের মতো মানুষের অবস্থা করুণ, কেউ দেখে না আমাদের।’

শমশেরনগর বাজারে পণ্য কিনতে আসা শিক্ষক রমিজ মিয়া বলেন, ‘প্রতিটি জিনিসের দাম বেড়েছে। তেল, ডাল, পেঁয়াজ, সবজি, মাস, মাংস থেকে শুরু করে সব জিনিসের দাম বেড়েছে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবার কত কষ্ট করে সংসার চালাতে হয় তা বোঝাতে পারব না।’

উপজেলার মুন্সিবাজারের খুচরা ব্যবসায়ী বেলাল মিয়া বলেন, ‘পাইকারি বাজারে তেল, ডাল, ময়দা, আটা, দুধের দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারে কিছুটা বেড়েছে। পাইকারি ব্যবসায়ীরা সহজেই আমাদের কাছে মাল বিক্রি করে দেন। কিন্তু আমরা অনেক কষ্ট করে খুচরা বিক্রি করি।’ 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

  গবাদিপশুর দাম নিয়ে শঙ্কায় খামারিরা

  কোরবানির পশুর দাম বাড়তে পারে ঢাকায়

  বন্যায় পানিবন্দী ১০ হাজার মানুষ, শহর রক্ষা বাঁধের দাবি

  ‘এবারের বন্যায় আমগো সবকিছু শেষ কইরা দিল’

  বন্যায় ম্লান ঈদের প্রস্তুতি

  ডিএমপিতে তিন থানার ওসিসহ ১৭ কর্মকর্তার বদলি

  কারাগারে দল গঠনের পর মহাসড়কে ডাকাতি করতেন তাঁরা

  প্রথম স্ত্রীকে কুপিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ যুবক গ্রেপ্তার 

  আ.লীগ জনগণের সেবক হয়ে থাকতে চায়: কাদের

  সিধু মুসওয়ালা হত্যাকাণ্ডের অন্যতম শুটারসহ গ্রেপ্তার ২