ইউরোপীয় দলবদলে যে শেষ কথা বলে কিছু নেই, সেটাই যেন আরেকবার প্রমাণ করলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের উদ্দেশে যে বিমানে উড়াল দেওয়ার কথা ছিল, সেটির চাকা এখনো প্যারিসেই থেমে আছে। এর মধ্যে এমবাপ্পের দলবদল নিয়ে ‘বোমা’ ফাটালেন বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট করেছেন, কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছে না। সে পিএসজিতেই থাকছে। এদিকে একাধিক ইউরোপীয় সংবাদ মাধ্যম বলছে,আজকেই হয়তো ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন এমবাপ্পে।
বেশিরভাগ বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, রিয়ালের চুক্তি ফিরিয়ে দিয়ে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সঙ্গে এমবাপ্পের চুক্তি নবায়ন করাটা অনেকটাই নিশ্চিত। এর আগে এমবাপ্পের মা ফাইজা লামারি বলেছেন, পিএসজি ও রিয়ালের প্রস্তাবিত চুক্তি হুবহু এক। এখন চূড়ান্ত সিদ্ধান্ত এমবাপ্পেকেই নিতে হবে।
স্প্যানিশ সাংবাদিক গিলিয়াম জানিয়েছেন, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনা পেরেজ নাকি রিয়ালের খেলোয়াড়দের বলেছেন, এমবাপ্পের চুক্তি হচ্ছে না এবং তিনি মাদ্রিদে আসছেন না।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে