ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাসের ধাক্কায় গুরুদাস পাল (৭৬) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
গুরুদাস পাল হামিরদী ইউনিয়নের সিংগাড়িয়া গ্রামের বাসিন্দা ও পাঁচ সন্তানের জনক।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক শাহ আলম জানান, বিআরটিসি পরিবহনের একটি বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে আটক করেছে। চালক পালিয়ে গেছেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে