Alexa
শনিবার, ০২ জুলাই ২০২২

সেকশন

epaper
 

কালবৈশাখী : মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেড ও নৌকাডুবি

আপডেট : ২১ মে ২০২২, ১৫:৩৬

ফাইল ছবি ভোলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি বালুবাহী বাল্কহেড ও জেলেদের বেশ কয়েকটি নৌকা ডুবে গেছে। আজ শনিবার সকালে ভোলার ধনিয়া ইউনিয়নের তুলাতলী এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই বাল্কহেডে থাকা মাস্টার, সুকানি, স্টাফসহ ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ নদী উত্তাল হয়ে ওঠে। একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে নদীতে থাকা এমভি তামিম-শামিম নামে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা ছয়জনকে উদ্ধার করা হয়।  

ডুবে যাওয়া বাল্কহেডের নাবিক মো. মনির বলেন, ‘আমরা নদীভাঙনের কাজের জন্য বালু নিয়ে যাচ্ছিলাম। হঠাৎ কালবৈশাখীতে আমাদের বাল্কহেড ডুবে যায়। পরে আমরা নদীতে ঝাঁপিয়ে পড়ি। এ সময় স্থানীয়রা আমাদের উদ্ধার করেন।’ 

ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল বাদশা বলেন, ভোলার মেঘনা নদীর ভাঙনরোধে জরুরি কাজে ব্যবহারের জন্য বালুবোঝাই করে এমভি তামিম-শামিম নামে একটি বাল্কহেড যাচ্ছিল। তুলাতুলী মাছঘাট এলাকায় মেঘনা নদীতে কালবৈশাখীর কবলে পড়ে বাল্কহেডটি ডুবে যায়। ওই সময় বাল্কহেডে থাকা শ্রমিকেরা স্থানীয়দের সহায়তায় তীরে উঠে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে ভোলা জেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি মো. এরশাদ আজকের পত্রিকাকে বলেন, ঝড়ে মেঘনায় অনেক মাছ ধরার ট্রলার ডুবেছে। এতে জেলেদের অনেক ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। 

মন্তব্য

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।
Show
 
  সব মন্তব্য

  ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

  এলাকার খবর

   
   

  পদ্মা সেতু দেখতে এসে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৩ 

  মঠবাড়িয়ায় বাস চাপায় নিহত ২, আহত ৩ 

  শিক্ষক হত্যা ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

  টিসিবির পণ্য মজুত করায় ব্যবসায়ীকে কারাদণ্ড

  সিলেটে ট্রলারের ধাক্কায় পুলিশের নৌকাডুবি, তলিয়ে গেছে দুটি অস্ত্র

  নিখোঁজের ৩ দিন পর যুবলীগ নেতার বস্তাবন্দী মরদেহ উদ্ধার

  পদ্মা সেতু দেখতে এসে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৩ 

  করোনা: শনাক্তের হার কমলেও এক দিনে মৃত্যু ৬

  ডাকাতির প্রস্তুতির সময় পুলিশের হাতে গ্রেপ্তার ৩: পুলিশ

  চমেকের পাশে নির্মিত হবে বার্ন হাসপাতাল, নথিপত্র গেছে চীনে

  দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হতে পারেন সুধাকর ডালেলা

  ইরানে ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ৫