নেত্রকোনার পূর্বধলা থেকে আরিফা (১৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার পারিবারিক কলহের জের ধরে নিজের পেটে ছুরির আঘাতে ওই গৃহবধূ আত্মহত্যা করেন বলে জানা গেছে। তিনি উপজেলার আগিয়া ইউনিয়নের মহিষবেড় গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।
জানা গেছে, সাত মাস আগে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা চরপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ আলী সাগরের সঙ্গে আরিফার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে মেয়েটির কলহ চলছিল। এর জের ধরে নিজের পেটে ছুরি মেরে আত্মহত্যা করেন ওই নারী।
আরিফার বাবা মোহাম্মদ্দ আলী বলেন, ‘সাত মাস আগে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা চরপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ আলী সাগরের সঙ্গে আরিফার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁদের পারিবারিক কলহ চলে আসছিল। গত কয়েক দিন ধরে কলহ আরও বাড়ে। গত সোমবার রাতে মেয়ে শ্বশুরবাড়ি থেকে ফোন করে তাঁকে যেতে বলে। মঙ্গলবার সকালে তিনি সেখানে যান। এ সময় মেয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তার একপর্যায়ে তাঁরা (শ্বশুর বাড়ির লোকজন) মেয়েকে মারধর করে। পরে তিনি সেখানে থেকে চলে আসতে চাইলে আরিফাও তাঁর সঙ্গে চলে আসতে চায়। কিন্তু তিনি মেয়েকে আনতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ধারালো ছুরি দিয়ে নিজের পেটে আঘাত করেন এবং নিহত হন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে নেত্রকোনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে