একাডেমিক পরীক্ষায় ভালো ফল করায় গ্রিন ইউনিভার্সিটির ২৫০ শিক্ষার্থীকে ভিসি ও ডিনস সার্টিফিকেট (সনদ) দেওয়া হয়েছে। আজ বুধবার ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির স্প্রিং-২০২১ সেমিস্টারের জন্য এই সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে ১১৯ শিক্ষার্থী ভিসি এবং ১৩১ শিক্ষার্থীকে ডিনস সনদ পান। পরীক্ষার ফলাফলে যে শিক্ষার্থীরা সিজিপিএ ৩.৯০ থেকে ৪.০০ পেয়েছেন তাঁরা ভিসি সনদ এবং যাদের সিজিপিএ ৩.৮০-৩.৮৯ এর মধ্যে, তাঁরা ডিনস সনদ পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফরহাদ আনোয়ার। তিনি বলেন, একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি বলেন, একাডেমিক শিক্ষা নিঃসন্দেহে বড় অর্জন। তবে এর চেয়েও বড় হলো সততা। কারণ, সততা ছাড়া সফলতা মূল্যহীন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, শুধু একাডেমিক ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একুশ শতাব্দীর চ্যালেঞ্জে মোকাবিলায় যোগ্যতা ও দক্ষতা দিয়ে সব ক্ষেত্রে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে হবে।
প্রযুক্তির শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বিশ্ববিদ্যালয়টির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, একাডেমিক ডিগ্রির পাশাপাশি সব ধরনের কার্যক্রমে পারদর্শী হতে হবে।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমান।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে