বাড়ির চৌহদ্দির মধ্যেই বউ থাকবে আর শুধুই ঘরকন্যার কাজ করবে- সে যুগ চলে গেছে। এখন নারী-পুরুষনির্বিশেষে নিজের পায়ে দাঁড়ানোই লক্ষ্য সবার। তাই বিয়ের পাত্রীকেও এখন রোজগার করতে হবে। স্টার জলসার নতুন সিরিয়াল ‘বৌমা একঘর’ এ রকমই একটি গল্প নিয়ে এসেছে। ২ মে সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময়) থেকে শুরু হয়েছে এই ধারাবাহিক।
নিখাদ হাসি ও মজায় ভরা পারিবারিক এক গল্প। তবে এই ধারাবাহিকে কিছুটা ছকভাঙা। দুই ভাইয়ের পরিবার এই গল্পের কেন্দ্রে। এক ভাই খুবই আধুনিক ও ধনী। অন্যজন পুরোনো ভাবনাচিন্তা নিয়ে চলে। আর্থিকভাবেও সচ্ছল নয়। কিন্তু দুই ভাইয়ের মধ্যে তুমুল প্রতিযোগিতা—কার ঘরে আসবে সেরা পুত্রবধূ।
গল্পের মূল চরিত্র টিয়া। সুন্দরী মিষ্টি মেয়ে যে স্বপ্নের দুনিয়াতেই বিচরণ করে বেড়ায়। স্বপ্ন দেখে বিয়ের পরে স্বামীর সঙ্গে বিদেশে বেড়াতে যাচ্ছে। কাজ করার কোনো ইচ্ছাই নেই তাঁর। টিয়ার বিয়ে হয় সেই ভাইয়ের পরিবারে, যাঁরা সচ্ছল নয়। অথচ ছেলের জন্য তাঁদের চাওয়া ছিল কর্মঠ গুণী মেয়ে। ধারাবাহিকে টিয়ার চরিত্রে অভিনয় করছেন সুস্মিতা দে। সুস্মিতাকে কিছুদিন আগে দেখা গেছে, জি বাংলার অপরাজিতা অপু ধারাবাহিকে। এই ধারাবাহিকে আরও অভিনয় করছেন চৈতী ঘোষাল, নিবেদিতা মুখোপাধ্যায়, রিয়া দত্ত, জিনা তরফদার, লাবণী ভট্টাচার্য ও সোমাশ্রী নস্কর।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে