স্ত্রী নির্যাতনের মামলায় পঞ্চগড়ে আব্দুল কাইয়ুম (৩১) নামে এক বিজিবি সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে, উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত এ নির্দেশ দেন।
আব্দুল কাইয়ুম রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবিতে কর্মরত রয়েছে।
মামলার এজাহারে উল্লেখ আছে, ১২ মার্চ ২০১৭ সালে পঞ্চগড় সদরের তোফাজ্জল হোসেনের ছেলে আব্দুল কাইয়ুম এর সঙ্গে, একই উপজেলার ইসলামবাগ এলাকার মৃত আব্দুল জলিলের মেয়ে আলেয়া খাতুনের সঙ্গে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয়।
বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে ৫ লাখ টাকার উপহার সামগ্রী দেন। বিবাদী আব্দুল কাইয়ুম বিজিবি সদস্য হওয়ায় রাজশাহী বিজিবি হেডকোয়ার্টারে অবস্থান করা কালীন বিপথে টাকা পয়সা নষ্ট করে ফেলে এবং সংসারের প্রতি উদাসীন হয়ে বাড়িতে আসে। যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় স্থানীয়ভাবে আপসে বসে কিন্তু যৌতুকের দাবি অব্যাহত রাখায় আপস হয়নি।
পরে আলেয়া খাতুন বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা আনয়ন করেন। ১৭ ফেব্রুয়ারি ২০২১ সালে আপসের কথা বলে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করে। নানা নাটকীয়তায় স্ত্রীকে বাড়িতে এনে মারপিটে গুরুতর জখম করে বাড়ি থেকে বের করে দেয়। পরে হাসপাতাল চিকিৎসা নিয়ে থানায় মামলা করতে গেলে বিজ্ঞ আদালতে মামলা আনয়ন করার পরামর্শ দেন।
বাদী পক্ষের আইনজীবী অ্যাড আব্দুল্লাহ আল মামুন জানান, স্ত্রী নির্যাতনের মামলায় বিজিবি সদস্য আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে, উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে